শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মহিলা সমিতিতে ‘রাজার চিঠি’

সাংস্কৃতিক প্রতিবেদক

মহিলা সমিতিতে ‘রাজার চিঠি’

করোনার ভয়কে পেছনে ফেলে জেগে ওঠার চেষ্টা করছেন নাট্যকর্মীরা। দীর্ঘ পাঁচ মাস পর গত ২৮ আগস্ট শুক্রবার শূন্যন রেপার্টরি থিয়েটার নাটক সরণিখ্যাত বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন করে মোমেনা চৌধুরীর একক নাটক ‘লালজমিন’। সেদিন থেকেই সরব হতে শুরু করে নাট্যাঙ্গন। এরপর প্রাচ্যনাটও গত ৪ সেপ্টেম্বর তাদের কাঁটাবনের মহড়া কক্ষে দুই দিনের নাট্যমেলার আয়োজন করে। এরই ধারাবাহিকতায় গতকাল মহিলা সমিতিতে সাভারের জাগরণী থিয়েটার মঞ্চায়ন করে দলটির ১৫তম প্রযোজনার নাটক ‘রাজার চিঠি’। এটি ছিল নাটকটির ৩৩তম মঞ্চায়ন।  বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুষ্টিয়ার শাহজাদপুরের কাহিনি নিয়ে নাটকটি রচনা করেন মাহফুজা হিলালী। নির্দেশনা দেন দেবাশীষ ঘোষ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ স্মরণ সাহা, শাহানা জাহান সিদ্দিকা, মো. বাহারুল ইসলাম, জুলিয়েট সুপ্রিয়া সরকার, ইয়াসিন শামিম, সজীব ঘোষ, মো. রফিকুল ইসলাম, রিপা হালদার, পল্লব সরকার, মো. আকাশ মিয়া, সুুমী আক্তার মীম, শ্রাবণ সূত্রধর, সাবেকুন নাহার মুন, মো. ইমন হোসেন প্রমুখ। দলের সাধারণ সম্পাদক স্মরণ সাহা জানান, নাটক দেখার আসল মজা মঞ্চেই।

আমরা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে মাত্র ৭০টি আসনের টিকিট বিক্রি করা হয়েছে। আশা করছি খুব শিগগিরই পুরোদমে মিলনায়তনের সব আসন দর্শক দিয়ে পরিপূর্ণ করতে পারব। তিনি বলেন, সবকিছুই যেখানে খুলে দেওয়া হয়েছে, চলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, হাট-বাজার, শপিং মল, মেগাশপ, হোটেল-রেস্টুরেন্ট। চলছে গণপরিবহন, লঞ্চ, ট্রেন, বিমান। এ অবস্থায় বসে থাকতে চাই না আমরা মঞ্চকর্মীরাও। সব সীমাবদ্ধতার জাল ছিঁড়ে নাটক মঞ্চায়নের মাধ্যমে মঞ্চের সঙ্গে অস্তিত্বের জানান দিচ্ছে জাগরণী থিয়েটার। মঞ্চায়নের আগে বিশিষ্ট সংগীতশিল্পী রথীন্দ্রনাথকে সম্মাননা প্রদান করে নাটকের এ দলটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর