শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দেশে খাদ্যের কোনো সংকট নেই : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য-শস্য মজুদ রয়েছে। খাদ্যের কোনো সংকট নেই। এ বছর পর্যাপ্ত পরিমাণে ধান উৎপাদন হয়েছে। তবে এক শ্রেণির ব্যবসায়ী খাদ্য মজুদ ও কৃত্রিম সংকট করে মূল্য বৃদ্ধির চেষ্টা করছে। এদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  গতকাল খুলনায় ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’ এর মাধ্যমে শতভাগ চাল সংগ্রহের সমাপনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানে ঢাকা প্রান্ত থেকে জুম অ্যাপের মাধ্যমে তিনি যুক্ত ছিলেন। মিলারদের কাছ থেকে স্বচ্ছতার সঙ্গে চাল ক্রয় ও মধ্যস্বত্বভোগীদেও দৌরাত্ম্য কমাতে রাইস প্রকিউরমেন্ট অ্যাপস চালু করা হয়। খাদ্যমন্ত্রী বলেন, রাইস মিল মালিকরা করোনাকালে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের নীতিমালা অনুযায়ী তাদের জন্য              প্রণোদনার ব্যবস্থা করা হবে। খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদফতরসহ এর সব দফত অটোমেশনের আওতায় আনা হবে। ভর্তুকি দেওয়াসহ নানামুখী পদক্ষেপের কারণে দেশ কৃষিতে ব্যাপক সফলতা অর্জন করেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রপ্তানি করছে। করোনায় দেশের কোনো জনগণ না খেয়ে মারা যায়নি। যার যার স্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। জুম অ্যাপে যুক্ত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর