শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’র ওপর বার্ষিক ফোরাম অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সভাপতি তিজানি মোহাম্মদ বান্দের আহ্বানে ও সভাপতিত্বে গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ফ্ল্যাগশিপ রেজুলেশন ‘শান্তির সংস্কৃতি’র ওপর সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বার্ষিক ফোরাম। ভার্চুয়ালে অনুষ্ঠিত এ ফোরামে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, সদস্য দেশসমূহের উল্লেখযোগ্যসংখ্যক রাষ্ট্রদূত এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। ইভেন্টটির এবারের থিম ছিল- ‘শান্তির সংস্কৃতি : কভিড-১৯ পরবর্তী সময়ে নতুন বিশ্ব বিনির্মাণ।’ অনুষ্ঠানে ১৯৭৪ সালে প্রথমবারের মতো জাতির পিতা প্রদত্ত ভাষণের অংশবিশেষ ‘মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এই শান্তির মধ্যে সারাবিশ্বের সব নর-নারীর গভীর আশা-আকাক্সক্ষা মূর্ত হয়ে রয়েছে’           অংশটি উদ্ধৃত করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, জাতির পিতার এই কালজয়ী বক্তব্য ও আদর্শ থেকেই উদ্ভূত হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি, যা আমাদের শান্তির সংস্কৃতির প্রসারে অনুপ্রাণিত করছে। তিনি মহামারীকালে শান্তির সংস্কৃতির প্রাসঙ্গিকতার কথাও তুলে ধরে বলেন, এই মহামারীর সময়েও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের অনেক উদ্যোগে ছিল শান্তির সংস্কৃতির অনুরণন। তিনি এই মহামারী কাটিয়ে তুলতে বৈশ্বিক একাত্মতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টায় পরিপূরক হিসেবে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটিকে সন্নিবেশন করার বিষয়ে সুনির্দিষ্ট কিছু সুপারিশ উপস্থাপন করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর