শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
শান্তিরক্ষা মিশন

কঙ্গোর পথে পুলিশের ১৮০ নারী সদস্য

নিজস্ব প্রতিবেদক

কঙ্গোর পথে পুলিশের ১৮০ নারী সদস্য

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে পুলিশের ১৮০ নারী সদস্য ঢাকা ত্যাগ করেছেন -বাংলাদেশ প্রতিদিন

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে পুলিশের ১৮০ নারী সদস্য ঢাকা ত্যাগ করেছে। গতকাল ভোরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। পুলিশের একমাত্র ফিমেল ফর্মড ইউনিটের এসব সদস্য কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা দিয়েছেন। বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, কমান্ডার মেরিনা আক্তারের নেতৃত্বে বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৪) সদস্যরা বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৩)-এর স্থলাভিষিক্ত হবেন। এ ছাড়া জাতিসংঘের মিশনে যোগ দিতে যাওয়া এ ফর্মড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক, লজিস্টিক অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ, অপারেশনস অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ ১৫ জন কমান্ডিং স্টাফ রয়েছেন।

মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশ গ্রহণ শুরু হয় ১৯৮৯ সালে। গত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিম লে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এর ফলে বিশ্ব সমাজে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর