শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কওমি ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আত্মপ্রকাশ

সংকট সমাধান দাবি

নিজস্ব প্রতিবেদক

মাওলানা মুসা বিন ইজহারকে সভাপতি ও মাওলানা শরিফুল্লাহকে সাধারণ সম্পাদক করে কওমি ঐতিহ্য সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এ কমিটি গঠিত হয়। এইক সঙ্গে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাক ও হায়াতুল উলিয়ার চলমান সংকট, অচলাবস্থা, স্বেচ্ছাচারিতা ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কওমি ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কওমি সংকট সমাধানের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন মাধ্যমে কওমি উলামাদের গর্বের জায়গা বেফাক সম্পর্কে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা অতিসত্বর তদন্তসাপেক্ষে সঠিক বিষয়টি জাতির সামনে উপস্থাপন করতে হবে। বেফাক এবং হাইয়াতুল উলয়াতে সব ধরনের একক সিদ্ধান্ত গ্রহণের অপসংস্কৃতি বন্ধ করে শুরাভিত্তিক সব সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক মাওলানা মুসা বিন ইজহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবদুল মাজেদ আতহারী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা এ বি এম শরিফুল্লাহ প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর