শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
বিএনপিকে শামীম

উপনির্বাচনে জনপ্রিয়তা যাচাই করুন

নিজস্ব প্রতিবেদক

উপনির্বাচনে জনপ্রিয়তা যাচাই করুন

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিএনপির উদ্দেশে বলেছেন, সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে লাভ হবে না। সামনে উপনির্বাচনগুলোতে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। আর সরকার পরিবর্তন চাইলে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জনতার প্রত্যাশা আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনামুল হক শামীম বলেন, বিএনপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করে। সে কারণে ভোট পায়      না। দলের কর্মীদের মূল্যায়ন করে না। সে কারণে নির্বাচনের আগের দিন সরে দাঁড়ায়। সামনে পাঁচটি উপনির্বাচন হচ্ছে, এ নির্বাচনে বিএনপি অংশ নেবে, আমি তাদের স্বাগত জানাই। আর বলতে চাই, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। তারপর সরকার পতনের জন্য জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর