শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আজ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর মধ্যেও গতকাল হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সরব হয়ে ওঠে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। জাতীয় সংসদে ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের মনোনয়নপ্রত্যাশীরা সকাল  থেকে কর্মী-সমর্থক নিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। চার আসনের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ২৫টি। আজ মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে। দলের স্থায়ী কমিটির সদস্যরা পার্লামেন্টারি বোর্ডের সদস্য হিসেবে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন।   জানা যায়, গতকাল দিনভর মনোনয়ন ফরম জমা দেন ঢাকা-৫ আসনের জন্য নবী উল্লাহ নবী, সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন নান্টু। ঢাকা-১৮ আসনের   জন্য এম কফিল উদ্দিন আহম্মেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, ইশতিয়াক আজিজ উলফাত, বাহাউদ্দিন সাদি, ইসমাইল হোসেন, মোস্তফা জামান সেগুন, মো. আখতার হোসেন ও আব্বাস উদ্দিন মনোনয়ন জমা দেন। নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন বুলু, আবদুস শুকুর, এম এম ফারুক  জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, ইসহাক আলী ও আতিকুর রহমান রতন মোল্লা,  শেখ মো. রেজাউল ইসলাম,  মো. শফিকুল ইসলাম ও আবু সাঈদ রফিকুল আলম রফিক মনোনয়ন ফরম জমা দেন। এ ছাড়া সিরাজগঞ্জ-১ আসনে বি এম তাহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা ও রবিউল হাসান ১০ হাজার টাকা মূল্যমানে ফরম সংগ্রহ করে ২৫ হাজার টাকা জামানতসহ ফরম জমা দেন। আজ বিকাল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হবে প্রার্থীদের সাক্ষাৎকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর