শিরোনাম
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ভ্যাট ফাঁকির দায়ে ট্রাকভর্তি মশার কয়েল জব্দ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে মশার কয়েল ভর্তি একটি ট্রাক আটক করা হয়েছে। ভ্যাট ফাঁকি দিয়ে পরিবহনের  অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থেকে ওই ট্রাকটি আটক করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের গোয়েন্দাদের টহল দল। গতকাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক মইনুল খান। সংস্থাটি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দাদের দল গত বৃহস্পতিবার রাতে মিজমিজি এলাকায় ট্রাকটির গতিরোধ করে। ট্রাকটি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার শারমিন কেমিক্যাল থেকে কয়েল নিয়ে কুমিল্লা রওনা হয়েছিল। কাগজপত্র যাচাই করে দেখতে পায় যে, বহনকৃত পণ্যের ভ্যাট পরিশোধ না করে কারখানা থেকে বের করা হয়েছে। ট্রাকে শারমিন কেমিক্যাল ওয়ার্কসের ১৪৪ কার্টন সোনালি ব্র্যান্ডের মশার কয়েল এবং একটি ভুয়া ভ্যাট চালান ছিল বলে জানান তিনি।

 আটক ট্রাক ও পণ্য ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা করা হয়েছে।

সংস্থার মহাপরিচালক মইনুল খান বলেন, শারমিন কেমিক্যাল ওয়ার্কসের বিরুদ্ধে আগেও এক কোটি ২০ লাখ টাকা ভ্যাট ফাঁকির মামলা হয়েছিল। বৃহস্পতিবার আটক করা পণ্যের মূল্য ও ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করে ভ্যাট আইনে মামলা দায়ের করা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর