শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় ৪ জঙ্গি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির আরও ৪ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউিনট (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলেনÑ মামুন আল মোজাহিদ ওরফে সুমন (২৪), আল আমীন ওরফে আবু জিয়াদ (২৬), মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক (২৪) ও সারোয়ার হোসেন রাহাত (২৩)। পুলিশ বলছে, এরা সবাই নব্য জেএমবির একটি স্লিপার সেলের সদস্য। বৃহস্পতিবার রাত ৮টার দিকে  উত্তরা আজমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সিটিটিসির পরিদর্শক আবদুল্লাহ আল নজরুল তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। সিটিটিসি সূত্র জানায়, গত বছরের ২৪ জুলাই রাত ১০টার দিকে পল্টনে পুলিশ চেকপোস্টের পাশে হঠাৎ একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণ স্থল থেকে ২০০ গজ দূরে পল্টন থানা পুলিশের একটি চেকপোস্ট ছিল। ওই ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। এ ঘটনায় ১২ আগস্ট সিলেট থেকে শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান (২৬), সানাউল ইসলাম সাদি (২৮), রুবেল আহমেদ (২৮), আবদুর রহিম জুয়েল (৩০) ও সায়েম মির্জা (২৪) নামে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করে সিটিটিসি ইউনিট। সিটিটিসির কর্মকর্তারা জানান, নাইমুজ্জামানের নেতৃত্বে নব্য জেএমবির একটি সেল সিঙ্গেল অ্যাটাকের পরিকল্পনা করেছিল। এ জন্য নাইমুজ্জামান অনলাইনের মাধ্যমে সামরিক শাখার সদস্যদের বোমা তৈরির প্রশিক্ষণ ও হামলার জন্য উদ্বুদ্ধ করত। এরই ধারাবাহিকতায় তারা ঢাকার পল্টনে ও নওগঁাঁয় একটি মন্দিরে বোমা বিস্ফোরণ ঘটায়। নব্য জেএমবির এ সেলটি সিলেটের শাহজালাল মাজারেও বোমা নিক্ষেপ করেছিল। কিন্তু ওই বোমাটি বিস্ফোরিত হয়নি। সিটিটিসির একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত চার জঙ্গির বাড়ি গাজীপুরের শ্রীপুর থানাধীন বড়মি এলাকায়। গ্রেফতারকৃতদের মধ্যে সুমন ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলাও রয়েছে। জঙ্গিদের এ গ্রুপটি গাজীপুরে এক ব্যক্তিকে জবাই করেছে বলে স্বীকার করেছে। কিন্তু এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর