রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনায় অতিরিক্ত এসপি আজিজ চৌধুরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনায় অতিরিক্ত এসপি আজিজ চৌধুরীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুর রহমান চৌধুরী। গতকাল দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি এসবির পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন। সেখানে তিনি ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নামে একটি বই তৈরির কাজে নিযুক্ত ছিলেন।

পুলিশ সদর সফতর সূত্রে জানা গেছে, অতিরিক্ত এসপি আজিজ ১৯৮২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০০২ সালের ২৭ আগস্ট এসবিতে যোগ দেন। তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শিতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে।  আজিজের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া থানার নন্দনগরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মৃতদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল পর্যন্ত ১৭ হাজার ১০৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিএমপিতে ২ হাজার ৮৮৩ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ২ জন। আইসোলেশনে আছেন ১ হাজার ৮৩১ জন। কোয়ারেন্টাইনে আছেন ৯ হাজার ৯৭৯ জন। অতিরিক্ত এসপি আজিজসহ এ পর্যন্ত ৭৬ জন পুলিশ সদস্য করোনায় জীবন দিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর