রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করার সুযোগ রাখা হবে না

-শিবলী রুবাইয়াত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর নিঃস্ব করার সুযোগ রাখা হবে না। নিয়মনীতি না মেনে যারা পুঁজিবাজারে নানা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব।  গতকাল ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। বিএসইসি কার্যালয়ে থেকে তিনি এ আলোচনায় অংশ নেন। সিএমজেএফের সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরেন বিএমবিএর প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান, ডিএসইর পরিচালক রকিবুর রহমান, মিনহাজ মান্নান ইমন প্রমুখ।

 সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল প্রমুখ।

শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, আমরা ব্যবসাকে সহজ করে দিতে চাই। মাত্র ২-৫ শতাংশ লোকের জন্য বাকি ৯৫-৯৮ শতাংশ মানুষের ক্ষতি হয়, ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়, আমরা যতদিন আছি সেই সুযোগ আর তারা পাবে না। এখন থেকে কেউ যাতে কাউকে ঠকিয়ে, লুট করে, জালিয়াতি করে অর্থ নিয়ে যেতে না পারে সে কাজ সবাই মিলে করতে হবে। আমরা প্রত্যেক কমিশন মিটিংয়ে এ ধরনের কিছু সিদ্ধান্ত নিচ্ছি। আশাকরি স্টক এক্সচেঞ্জের ব্যবসার মধ্যে বৈচিত্র্য আসবে। যারা অংশগ্রহণকারী তাদের ব্যবসার মধ্যেও বৈচিত্র্য আসবে। সারাক্ষণ যদি সেকেন্ডারি মার্কেটে কেনা-বেচা নিয়ে থাকি, তাহলে হবে না। কারণ মার্কেটটাকে অনেক বড় করতে হবে। ১ হাজার কোটি টাকা কোনো লেনদেনই না, এটাকে দ্রুত ৩০০০-৫০০০ কোটি টাকায় নিয়ে যেতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর