রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মূলনীতি ও গঠনতন্ত্র মেনেই বেফাক সংকটের সমাধান করতে হবে

-শীর্ষ ওলামায়ে কেরাম

নিজস্ব প্রতিবেদক

মূলনীতি ও গঠনতন্ত্র মেনেই বেফাক সংকটের সমাধানের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ওলামায়ে কেরামগণ। কওমি মাদ্রাসায় চলমান সংকট থেকে উত্তরণের উপায় আলোচনা করতে দেশের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে গতকাল কামরাঙ্গীরচর মাদ্রাসায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। বেফাক সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীসহ দেশের প্রায় দুই হাজার ওলামায়ে কেরাম এ সময় উপস্থিত ছিলেন।  বৈঠকে চার দফা প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো- কওমি মাদরাসার ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষার্থে ‘তাহাফফুজে ফিকরে দেওবন্দ’ শিরোনামে সারাদেশে আলোচনা সভা করা, দ্রুত সময়ের মধ্যে বেফাকের মজলিসে শুরা ও আমেলার বৈঠক করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া, ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন ও মাদ্রাসায় মাদ্রাসায় কাদিয়ানীদের পক্ষ থেকে প্রেরিত চিঠি প্রেরণ ও তাদের অন্যান্য অপতৎপরতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর