শিরোনাম
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চিকিৎসা বন্ধ হচ্ছে মিশন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চিকিৎসা বন্ধ হচ্ছে মিশন হাসপাতালে

দিনে দিনে রোগী কমেছে রাজশাহীর কভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে। গত কয়েক সপ্তাহ থেকেই করোনার জন্য রামেক হাসপাতালের নির্ধারিত ১৫, ২২, ২৫, ২৭, ২৯, ৩০,  ৩৯, ৪০ ওয়ার্ড, মিশন হাসপাতাল, আইডি হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগী কমেছে অর্ধেক। তবে রোগী কম থাকলেও কভিড-১৯ হাসপাতালকে নন-কভিড করার প্রস্তাব নেয়নি কর্র্তৃপক্ষ। কিন্তু অতিরিক্ত ব্যয় বাঁচাতে ও ভালো সেবা দিতে রোগী কমে যাওয়ায় করোনা চিকিৎসা বন্ধ হচ্ছে নগরীর মিশন হাসপাতালে। আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে বন্ধ হচ্ছে এই হাসপাতালের করোনার সব কার্যক্রম। এখানের আগের সব কার্যক্রম এখন থেকে চলবে রামেক হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর