সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সীমান্ত হত্যায় সরকার নিশ্চুপ : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সীমান্ত হত্যায় সরকার নিশ্চুপ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সীমান্তে মানুষ হত্যায় সরকার নিশ্চুপ। দেশের সামগ্রিক পরিস্থিতি এত করুণ এবং দেশের সার্বভৌমত্ব এতই দুর্বল যে, প্রায় দুই দিন পর পর বর্ডারে মানুষ মারছে, মানুষ হত্যা করছে, দেশের মানুষ রক্তাক্ত হচ্ছে। অথচ আমাদের সরকার এতটাই নতজানু যে এজন্য একটা প্রতিবাদও করতে পারছে না। সরকার ক্ষমতা ধরে রাখতে নিজের দেশের স্বার্থকে বিসর্জন দিচ্ছে। গতকাল দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সহযোগিতা প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 রিজভী আহমেদ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ আজকে একটা লুটেরা দলে পরিণত হয়েছে। ক্যাসিনোকা-, সরকারি টাকার ভয়ঙ্কর লুটপাট যারা করেছে, সেই সরকারি লুটপাটকারীদের আমরা দেখেছি। যেসব নেতা এদের কাছ থেকে বখরা পেয়েছে-সেসব গডফাদারদের তো স্পর্শও করতে পারেনি দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী। একদিকে বিএনপির নেতা-কর্মীদের জামিন বাতিল করে কারাগারে নিচ্ছে, অন্যদিকে দুর্নীতিবাজ ক্ষমতাসীন দলের লোকজন জামিন পাচ্ছে। এক দেশে আইনের দুই রকম প্রয়োগ হচ্ছে।

সর্বশেষ খবর