সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনা সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনা সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই মাস আইনজীবী বিশেষ করে জুনিয়র আইনজীবীরা প্রাকটিস থেকে বঞ্চিত হয়েছেন। এতে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। তাদের  কষ্ট লাঘবের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।  গতকাল ফরিদপুরে ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত আট তলাবিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মনজুর হোসেন ও মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) প্রমুখ।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা। 

সর্বশেষ খবর