শিরোনাম
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিমানের দায়িত্বে ফের মন্ত্রণালয়

মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বিমানের দায়িত্বে ফের মন্ত্রণালয়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়ন্ত্রণ ফের মন্ত্রণালয়ে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের হাতে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ রেখে একটি আইনের খসড়া করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়।  পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার কারণে বিদ্যমান বাংলাদেশ বিমান করপোরেশন অধ্যাদেশ ১৯৭৭ এর আর প্রয়োজন নেই উল্লেখ করে ‘বাংলাদেশ বিমান করপোরেশন (রহিতকরণ) আইন-২০২০’-এর খসড়ায় অনুমোদন দেয়। জানা গেছে, ২০০৭ সালের ২৩ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ বিমান একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড নামে যাত্রা শুরু করে। কোম্পানি আইন অনুসারে বিমানের স্বাধীনভাবে পরিচালন এবং সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। বিমানের বর্তমান পরিচালনা পর্ষদের ১৩ সদস্যের বেশিরভাগই সরকারি কর্মকর্তা এবং এর চেয়ারম্যানসহ ১৩ জনই সরকার কর্তৃক নিযুক্ত। এ ছাড়াও বিমানের ১০০ ভাগ শেয়ার সরকারের হাতেই রয়েছে। গতকাল বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ বিমান করপোরেশন অধ্যাদেশ, ১৯৭৭ বাতিল হলেও, অধ্যাদেশে বর্ণিত প্রাসঙ্গিক কাজগুলো কোম্পানির ওপর ন্যস্ত থাকছে। বিমানের পরিচালনা পর্ষদের একজন সদস্য জানান, বিমান যেহেতু একটি সরকারি মালিকানাধীন সংস্থা, তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় একে নিয়ন্ত্রণ করবে। তিনি বলেন, যেহেতু বিমানকে পরিচালনা করার মতো কোনো বিভাগ নেই, তাই, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এর দায়িত্ব নিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর