মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
বালিশকাণ্ড

ঠিকাদার শাহাদাতের জামিন কেন বাতিল নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনা (বালিশকাণ্ড) সংক্রান্ত দুর্নীতির মামলায় ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবীন রাব্বানী দীপা। শাহাদাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও মাহবুব শফিক। পরে খুরশীদ আলম খান বলেন, ‘২৭ আগস্ট পাবনার আদালত তাকে দুই মামলায় জামিন দিয়েছে।

দুদক এ জামিনাদেশের বিরুদ্ধে রিভিশন করে তার জামিন বাতিলের আবেদন করে। রবিবার এক মামলায় জামিন বাতিল প্রশ্নে রুল দিয়েছেন হাই কোর্ট। আজ (গতকাল) অপর মামলায় দুই সপ্তাহের রুল দিয়েছে আদালত। গত বছর ১২ ডিসেম্বর পাবনায় এ ঠিকাদারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর