মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বেনাপোল দিয়ে ভারতে গেল ইলিশের প্রথম চালান

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল দিয়ে ভারতে গেল ইলিশের প্রথম চালান

ভারতে সীমিত আকারে পূজা স্পেশাল ইলিশ রপ্তানির ১২ টনের প্রথম চালান গতকাল বিকালে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ভারতে। রবিবার ৯ জন ইলিশ রপ্তানিকারককে ১ হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। খুলনার জাহানাবাদ সি ফিশ লিমিটেড গতকাল ১২ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছে। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে ভারতে। মোট ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ রপ্তানি করা হয় ভারতে। ভারতের কলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল ১২ টন ইলিশ আমদানি করেছে আজ। কাস্টমসের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রপ্তানি করে মিলা এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। ২০১৯ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে রপ্তানি করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, এ বছর ১ হাজার ৫০০  মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রপ্তানির প্রথম চালান আজ (গতকাল) বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রুত রপ্তানি করার জন্য কাস্টমসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর