বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সূচকের রেকর্ড শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

দরপতনের পরদিনই গতকাল সূচকের উত্থান হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ বছর পর ৫ হাজার ১০০ পয়েন্টে পৌঁছেছে। মূলত বড় মূলধনী কোম্পানির শেয়ার দর বাড়ায় সূচকের উত্থানে বড় ভূমিকা রাখে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০০.৫৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ২০১৯ সালের ২৮ আগস্টের পর এটাই সূচকের সর্বোচ্চ অবস্থান। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ১৫৩ কোটি ৩৬ লাখ টাকা কম। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৮টির শেয়ার দর বেড়েছে। দর কমেছে ১৭৪টির এবং ৫৩টি বা ১৪.৯২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৩.৮৮ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। সিএসইতে ২৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর