শিরোনাম
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অন্য দেশ থেকে পিঁয়াজ আমদানি করুন : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারত পিঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। ভারতীয়রা রপ্তানি না করলে আমাদের কী করার আছে। সেক্ষেত্রে অন্য কোথাও থেকে পিঁয়াজ আমদানির ব্যবস্থা করুন। দেশীয় আমদানিকারকদের বিভিন্ন দেশ থেকে পিঁয়াজ আমদানির সুযোগ তৈরি করে দিতে হবে। আর উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক সরকারের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ বক্তৃতা করেন।

 বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ভারত পিঁয়াজ দেবে না, কখনো পানি দেবে না। আবার অপ্রয়োজনে পানি দিয়ে ডুবিয়ে মারবে। ৫০ বছর ধরে এটাই দেখে আসছি। সুতরাং দেশের প্রয়োজনীয় যেসব পণ্য আমদানি করতে হবে, সেসব পণ্যের উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। দলের স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, পৃথিবীর কোনো রাষ্ট্র ব্যবসা করে না। ব্যবসা করেন ব্যবসায়ীরা। সরকার ইউটিলিটি সার্ভিস দেয়। তিনি বলেন, অকটেন বিদেশ থেকে আমদানি করে রিফাইনের পরে খরচ পড়ে ৪৬ টাকা। অথচ এটি বিক্রি করছে ৮৯ টাকায়। পৃথিবীর উন্নত দেশগুলো কৃষিতে সর্বোচ্চ ৩০০ পার্সেন্ট পর্যন্ত ভর্তুকি দেয়। কিন্তু বাংলাদেশ ৩৫ পার্সেন্ট ভর্তুকিও দেয় না।

সর্বশেষ খবর