বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রপ্তানি আয় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ইউএস চেম্বার অব কমার্সের সহযোগিতায় ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ব্র্যান্ডিং’ আয়োজন করা যেতে পারে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বৈশ্বিক মহামারী করোনার প্রকোপেও ২০১৯-২০ অর্থবছরে জিডিপি ৫.২৪% অর্জিত হয়। রপ্তানি আয় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিনিয়োগের জন্য এসব খাত সম্ভাবনাময়।

প্রতিমন্ত্রী গত রাতে ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত ভার্চুয়াল ডায়ালগে ‘বাংলাদেশের জ্বালানি খাতের জন্য ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, শেভরন, এক্সিলেরেট এনার্জি, এক্সন মবিল, হেলিবাটন, জিই প্রভৃতি কোম্পানির উপস্থিতি থাকলেও ১৭০ মিলিয়ন মানুষের এই দেশে আরও আমেরিকান কোম্পানির কাজ করার সুযোগ রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের নতুন প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি আধুনিক ব্যবস্থাপনা, জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও সংরক্ষণ, গ্যাস অবকাঠামোর আধুনিকায়ন ইত্যাদি উপখাতে জরুরি ভিত্তিতে বিনিয়োগ করা সম্ভব।

সর্বশেষ খবর