বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ঢাকা মহানগর আওয়ামী লীগ

সম্মেলনের ৯ মাস পর অনুমোদনের জন্য কমিটি জমা

নিজস্ব প্রতিবেদক

সম্মেলনের ৯ মাস পর অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেওয়া হয়েছে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি। সর্বশেষ দলের বেঁধে দেওয়া আলটিমেটামের শেষ দিন গতকাল। সে কারণে যাচাই-বাছাই করে গতকাল কমিটি জমা দেওয়া হয়েছে। আজ সকালে গণভবনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের বৈঠক শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী সাংবাদিকদের কমিটি জমা দেওয়ার কথা জানিয়েছেন। তারা বলেছেন, নগর কমিটির সাবেক নেতা, সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। দলীয় সভানেত্রী পুনরায় যাচাই-বাছাই করে কমিটি অনুমোদন করলে গণমাধ্যমে জানানো হবে।

দুই মহানগরের একটি সূত্র জানিয়েছে, খসড়া কমিটিতে বেশ কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে রাখা হয়েছে। যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফুটপাথ থেকে চাঁদা তোলাসহ ক্যাসিনো কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে দলীয় সভানেত্রী ব্যাপক যাচাই-বাছাই করে কমিটি অনুমোদন করবেন বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক সূত্র জানিয়েছে।

সর্বশেষ খবর