বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
কমছে রোগী, বন্ধ হচ্ছে সেবাকেন্দ্র

চট্টগ্রামে বন্ধ হলো তিন করোনা সেবাকেন্দ্র

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে বন্ধ হলো তিন করোনা সেবাকেন্দ্র

চট্টগ্রামে করোনাভাইরাস চরম পর্যায় ধারণ করার সময়ই প্রতিষ্ঠা করা হয় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। এটিই চট্টগ্রামের প্রথম বেসরকারি করোনা সেবাকেন্দ্র। কিন্তু গত এক সপ্তাহ আগে এটি বন্ধ করে দেওয়া হয়। একইভাবে বন্ধ করা হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে তৈরি হওয়া করোনা আইসোলেশন সেন্টার। সর্বশেষ গত মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয় তরুণদের উদ্যোগে প্রস্তুত করা করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম। তাছাড়া বর্তমানে চালু থাকা আরও অন্তত তিনটি আইসোলেশন সেন্টার ও ফিল্ড হাসপাতালও বন্ধের পথে। তবে উদ্যোক্তারা বলছেন, করোনার প্রথম দিকে আইসোলেশন সেন্টারে রোগীর চাপ বেশি ছিল। পর্যায়ক্রমে রোগীর চাপ কমায় এসব সেবাকেন্দ্র বন্ধ করা হচ্ছে। তাছাড়া আর্থিক সংকটও একটি বড় কারণ। তবে রোগী থাকলে যে কোনো উপায়ে অর্থের সংস্থান হতো। রোগী না থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, গত মার্চ মাসের পর থেকে চট্টগ্রামে সিটি করপোরেশন ও বেসরকারি উদ্যোগে অন্তত ছয়টি ফিল্ড হাসপাতাল ও আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হয়। এর মধ্যে একটি ৬০ শয্যার ফিল্ড হাসপাতাল এবং ১০০ শয্যা করে দুটি আইসোলেশন সেন্টার বন্ধ হয়ে যায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘এখন করোনা রোগীর সংখ্যা কমছে। যেসব রোগী আসছে তাদেরকে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে। তাই বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা সেবাকেন্দ্রগুলোতে রোগীর চাপ কমছে।

তাছাড়া সেন্টারগুলো পরিচালনাও ব্যয় বহুল।’

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২০টি নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কেউ মুত্যুবরণ করেননি। ইতিমধ্যে মারা গেছেন ২৮১ জন। বর্তমানে চট্টগ্রামে ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর