বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় বিএসএফ মহাপরিচালক

বিশেষ প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ বেলা পৌনে ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বিজিবির সদর দফতরের সম্মেলন কক্ষে চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজিবি এবং বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন (বুধ-শনিবার) উপলক্ষে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানাসহ ছয় সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পিলখানায় এসে পৌঁছেছেন।

 এর আগে গতকাল দুপুরে বিএসএফ মহাপরিচালকসহ প্রতিনিধি দল আখাউড়া আইসিপি দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিএসএফ প্রতিনিধি দলকে রিজিয়ন কমান্ডার, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল কর্তৃক অভ্যর্থনা জানানো হয়। এ সময় সেক্টর কমান্ডার, বিজিবি কুমিল্লা, বিজিবি সদর দফতর, ঢাকার পরিচালক (পরিকল্পনা), পরিচালক অপারেশন (সরাইল রিজিয়ন), অধিনায়ক সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি), অধিনায়ক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর সড়ক পথে প্রতিনিধি দল সুলতানপুর ব্যাটালিয়নে আসেন। পরবর্তীতে প্রতিনিধি দল সুলতানপুর ব্যাটালিয়ন থেকে বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করেন। তেজগাঁও বিমানবন্দরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানাকে অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে শুরু হবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ ও বিজিবি সদর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

আগামী শনিবার সকালে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে ওই দিন বিএসএফ প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর