শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অর্থবহ আদর্শিক জীবন ধারণ করতে হবে

-আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অর্থবহ আদর্শিক জীবন ধারণ করতে হবে

সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবসে ‘অর্থবহ ছাত্র রাজনীতির মাধ্যমে মানবিক সমাজ প্রতিষ্ঠা’র জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটির সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষা খাতে সাম্যতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর পদক্ষেপের পাশে থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি। ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে শিক্ষা দিবসে পবিত্র  কোরআনসহ শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। সংগঠনটির চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর যথাক্রমে গিয়াস উদ্দিন, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন,  রাজনৈতিক কর্মীদের অর্থবহ আদর্শিক জীবন ধারণ করতে হবে। নইলে ৪০ বছর ধরে রাজনীতি করেও কোনো জনকল্যাণ হবে না। মানুষের কল্যাণ শুধু মুখের কথায় নয়, অন্তরে ধারণ করতে হবে। তিনি শিক্ষা দিবসের প্রতিপাদ্য তুলে ধরতে গিয়ে ছাত্র রাজনীতিতে ভালো শিক্ষার্থীদের আস্থা ও মনোযোগ আকর্ষণে সক্ষমতা বৃদ্ধিতে ছাত্রলীগকে  ভূমিকা পালনের আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর