শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পলিথিন টাঙিয়ে লুটে নেওয়া হচ্ছে সর্বস্ব

খুলনায় অভিনব পদ্ধতিতে প্রতারণা

সামছুজ্জামান শাহীন, খুলনা

দুপুরের কড়া রোদ বা হঠাৎ বৃষ্টিতে বাড়ির দরজা-জানালা কিংবা দোকানের সামনে পলিথিন টানানো হচ্ছে। যে কেউ দেখলেই মনে করবে রোদ-বৃষ্টি থেকে রেহাই পেতে পলিথিন টানানো হয়েছে। কিন্তু ভিতরে তখন ঘটছে অন্য ঘটনা। পলিথিনের আড়ালে দরজা-জানালা বা দোকানের সাটার ভেঙে ভিতরে ঢুকছে সংঘবদ্ধ অপরাধীরা। মুহূর্তে লুটে নিচ্ছে সর্বস্ব। খুলনার রূপসায় পরপর এ ধরনের কয়েকটি ঘটনায় টনক নড়েছে প্রশাসনের। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করছে। জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে রূপসার রামনগর গ্রামের আকবরের মোড়ে বিকাশ লেনদেনের একটি দোকানের সামনে পলিথিন টাঙিয়ে মালামাল লুট করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সন্দেহজনক ৩ জনকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। একই ভাবে ২৫ আগস্ট দুপুরে বাগমারা স্কুলের সামনে সুজন টেলিকমে পলিথিন টাঙিয়ে সাটার ভেঙে ৭৫ হাজার টাকা ও মোবাইল লুট করা হয়। পুলিশ এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি। স্থানীয় ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, অভিনব পদ্ধতিতে এসব চুরির ঘটনা ঘটছে। দোকান বা বাড়ির সামনে পলিথিন দিয়ে খানিকটা জায়গা ঘিরে রাখা হচ্ছে। মানুষজন ভাবছে হয়তো সংস্কার কাজ হচ্ছে। কিন্তু পলিথিনের আড়ালে সার্টার ভেঙে সব মালামাল লুটে নেওয়া হচ্ছে। জানা যায়, ২১ আগস্ট পূর্ব-রূপসা বাজারে মজুমদার এন্টারপ্রাইজের গোডাউনের লোহার দরজা ভেঙে প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করা হয়। একইভাবে নৈহাটী কালিবাড়িতে প্রবাসী আরমান শেখ ও ব্যবসায়ী ফারুক সানার বাড়িতে চুরির ঘটনা ঘটে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার ইব্রাহিম হোসেন সোহেল বলেন, অসচেতনতার কারণে এ ঘটনা ঘটছে।

অনেক ক্ষেত্রে বাজারে নৈশ প্রহরীও থাকে না। দিনের বেলায় যে দোকানে লুট হচ্ছে, তার পাশের দোকানদারও উদাসীন থাকে। তবে পুলিশ অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি সবাইকে সচেতন করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর