শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এই মেয়াদেই ভারতের সঙ্গে তিস্তা চুক্তি

-এনামুল হক শামীম

গোপালগঞ্জ প্রতিনিধি

এই মেয়াদেই ভারতের সঙ্গে তিস্তা চুক্তি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বর্তমান সরকারের মেয়াদকালে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি, ছিটমহল সমস্যার সমাধান, সমুদ্রসীমা অর্জন সবগুলো আওয়ামী লীগ সরকারই করেছে। গতকাল গোপালগঞ্জে পৃথক পৃথক কর্মসূচিতে অংশ    নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে গঙ্গা পানি চুক্তি করতে পারেনি। আওয়ামী লীগ করেছে। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর সমাধিতে সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করেন। দুপুরে গোপালগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার গণমাধ্যমবান্ধব সরকার। অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি শহিদুল ইসলাম, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি ফরিদ দাড়িয়া ও সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, মন্ত্রীর একান্ত সচিব কামরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, শরীয়তপুর জেলার সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর