শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
নাসিম ও সাহারা খাতুনের স্মরণসভা

তারা ছিলেন আদর্শিক নেতা-কর্মী গড়ার কারিগর

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রয়াত দুই প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও অ্যাডভোকেট সাহারা খাতুনের স্মরণসভায় সরকারের একাধিক মন্ত্রী ও আলোচক বলেছেন, তারা ছিলেন আদর্শিক নেতা-কর্মী গড়ার কারিগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করে মুক্তিযুুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে পারলেই নাসিম ও সাহারা খাতুনের আত্মা শান্তি পাবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘জনতার প্রত্যাশা’র আয়োজনে এম এ করিমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, নুরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ রায়, সফিকুল বাহার মজুমদার টিপু, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, কুয়েত আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক হোসেন, জনতার প্রত্যাশার মহাসচিব লায়ন মশিউর আহমেদ, রোকন উদ্দিন পাঠান, হুমায়ুন কবির মিজি প্রমুখ। মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের স্মৃতিচারণা করে আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৪ দলের সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রয়াত মোহাম্মদ নাসিম। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ১৪ দলের প্রতিটি নেতা-কর্মীর আস্থাভাজন নেতা ছিলেন নাসিম। অন্যদিকে সাহারা খাতুন রাজনীতি করতে গিয়ে সারা জীবন নিজেকে উৎসর্গ করেছেন। আইনজীবী সংগঠনের প্রধান ছিলেন। মহিলা লীগের সাধারণ সম্পাদক, সভাপতি পরবর্তীতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। প্রতিটিতে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। নাসিম ও সাহারা খাতুন আদর্শিক দলীয় নেতা-কর্মী তৈরির কারিগর ছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ক্রান্তিকালের পরীক্ষায় উত্তীর্ণ নেতা-কর্মীরা যতই হারিয়ে যাচ্ছেন তখনই শঙ্কিত হই। কারণ আওয়ামী লীগকে দুঃসময়ে কর্মীরা টিকিয়ে রাখেন। ১/১১ সময়ে কর্মীরা দলকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা সবাই সঠিক দায়িত্ব পালন করতে পারিনি। শ ম রেজাউল করিম বলেন, তরুণ প্রজন্মকে ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় পার্টি পালন করত গণতন্ত্র দিবস, ধর্মীয় সংগঠনগুলো পালন করত নাজাত দিবস হিসেবে। বিএনপি পালন করা শুরু করল ভুয়া জন্মদিন হিসেবে। পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, করোনাকালে একমাত্র আওয়ামী লীগই জনগণের পাশে দাঁড়িয়েছে। সে কারণে আওয়ামী লীগের নেতা-কর্মী, মন্ত্রীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনায় অনেক নেতাকে আমরা হারিয়েছি। বিএনপি ঘর থেকে বের হয় না। তিনি বলেন, আমাদের দলের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছিলেন ‘আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম’। সে অনুভূতির প্রাণপুরুষ ছিলেন মোহাম্মদ নাসিম ও অ্যাডভোকেট সাহারা খাতুন। দলের দুঃসময়ে যেমন হাল ধরেছেন, সরকারেও সফল ছিলেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর