শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

২২ বছর স্বাস্থ্যসেবা বঞ্চিত ২০ হাজার মানুষ

খুলনায় শিয়ালীডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার প্রত্যন্ত বটিয়াঘাটার ভান্ডারকোট এলাকায় স্বাস্থ্য ব্যবস্থার একমাত্র ভরসাস্থল শিয়ালীডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্র। ১৯৬১ সালে শিয়ালীডাঙ্গা গ্রামে প্রায় সাড়ে চার বিঘা জমির উপরে এটি প্রতিষ্ঠিত হয়। এখান থেকে শিয়ালীডাঙ্গা, হালিয়া, নোয়াইলতলা গ্রামের হতদরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করতেন। কিন্তু ১৯৯৮ সালে স্বার্থান্বেষী মহল উপস্বাস্থ্য কেন্দ্রটি শিয়ালীডাঙ্গা গ্রাম থেকে সরিয়ে প্রায় ১০ কিলোমিটার দূরে লক্ষ্মীখোলা নামক স্থানে নিয়ে যায়। সেই থেকে গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের জমি পরিত্যক্ত ও দুটি ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জানা গেছে, লক্ষ্মীখোলা গ্রামের যেখানে শিয়ালীডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রটি নেওয়া হয়েছে, তার দেড়-দুই কিলোমিটারের মধ্যে টালিয়ামারা গ্রামে আরও একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ফলে একই এলাকার লোকজন দুটি উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাসেবা পাচ্ছেন। অন্যদিকে শিয়ালীডাঙ্গা, নোয়াইলতলা, গৌরম্ভা, বুজবুনিয়া ও চান্দামারি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপস্বাস্থ্য কেন্দ্রটি শিয়ালীডাঙ্গা গ্রামে পুনঃস্থাপনের দাবিতে গতকাল মানববন্ধন করে এলাকার স্থানীয় বাসিন্দারা। গ্রামের কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন ‘উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম শিয়ালীডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রের নামে হলেও স্বাস্থ্যসেবা পায় না এ অঞ্চলের মানুষ। তাই কেন্দ্রেটি পুনরায় এ অঞ্চলে স্থাপনের দাবি জানাচ্ছি।’ গ্রামের বাসিন্দা খুলনা জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. আমানত হালদার বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের কারণে এ অঞ্চলের মানুষকে দূর-দূরান্তে গিয়ে চিকিৎসা নিতে হয়। এতে গ্রামবাসী ভোগান্তি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন অনেকে।

 তিনি কেন্দ্রটি আধুনিকায়ন করে শিয়ালীডাঙ্গা গ্রামে পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর