শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মসজিদের ওপর থেকে বিদ্যুৎ লাইন সরিয়ে নিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নারায়ণগঞ্জের মসজিদ ট্র্যাজেডির মতো দ্বিতীয় কোনো অঘটন ঘটার আগেই বরিশাল নগরীর কাশীপুর ইছাকাঠি বায়তুন নূর জামে মসজিদের ছাদের ওপর থেকে ১১ হাজার কিলোভোল্টের বিদ্যুৎ সরবরাহ লাইন সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়ক ও বিভাগীয় কমিশনার কার্যালয় সংলগ্ন ইছাকাঠি এলাকায় স্থানীয় মুসল্লিদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  বায়তুন নূর জামে মসজিদের মুতওয়াল্লি মুক্তিযোদ্ধা আলহাজ মোয়াজ্জেম হোসেন কামাল মুন্সির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি আবু হানিফ ও খতিব আলহাজ হাফেজ মাওলানা শায়খ হাসনাইন মাহমুদ সিদ্দিকীসহ অন্যরা। বক্তারা বলেন, বিপজ্জনক বিদ্যুৎ লাইনের কারণে মসজিদটি বর্ধিত করা যাচ্ছে না। ছাদেও কেউ নামাজ আদায় করতে পারেন না। মুসল্লিদের নির্ভয়ে নামাজ আদায়সহ তাদের জীবন রক্ষায় বিপদজ্জনক হাই ভোল্টেজ বিদ্যুতের ক্যাবল সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পোনি-২ (ওজোপাডিকো) এর নির্বাহী প্রকৌশলী অমূল্য সরকার বলেন, যখন বিদ্যুতের হাইভোল্টেজ লাইন টানা হয়েছিল তখন মসজিদ ছিল না। লাইন সরিয়ে নিতে পাশে জায়গা লাগবে। কিন্তু জায়গার অভাবে লাইন সরানো যাচ্ছে না।

তবে ২০২১ সালে বরিশালের সব বিদ্যুৎ সরবরাহ লাইন আন্ডার গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর