রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ড. মোর্শেদকে অব্যাহতি দেওয়ায় রাষ্ট্রপতিকে অ্যামনেস্টির চিঠি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বুধবার সংগঠনটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। চিঠিতে ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। ‘পদচ্যুত অধ্যাপক হুমকিতে’ শীর্ষক চিঠিতে বলা হয়, অধ্যাপক মোর্শেদ হাসান খান রাষ্ট্রদ্রোহ অভিযোগের মুখোমুখি হয়েছেন। পত্রিকায় মতপ্রকাশের জন্য তাকে পেশাগত অবস্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, ড. মোর্শেদ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন। তাকে বিশ্ববিদ্যালয়ের বাসায় না যেতে বলা হয়েছে। এ বাসায় তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও ছোট সন্তান থাকেন। বিবৃতিতে বলা হয়, কেবল ২০১৯ সালেই ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) আওতায় ৭৩২টি মামলায় কমপক্ষে ১ হাজার ৩২৫ জনকে আটক করা হয়। দোষী প্রমাণিত হলে অধ্যাপক মোর্শেদ যাবজ্জীবন কারাদন্ডের মুখোমুখি হতে পারেন। এ অবস্থায় রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে অ্যামনেস্টির চিঠিতে আহ্বান জানানো হয়। অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক সুলতান মুহাম্মদ জাকারিয়া কলম্বো থেকে এই চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ড. মোর্শেদ ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়া এবং চাকরিতে পুনর্বহালের বিষয়ে সরকারের কাছে আহ্বান জানান।

সর্বশেষ খবর