রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সম্পদ সৃষ্টিতে গাছের গুরুত্ব অপরিসীম

---- কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, সম্পদ সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছের গুরুত্ব অপরিসীম। দেশে জনসংখ্যার তুলনায় বনজ সম্পদ ও বনভূমি অপ্রতুল। এ কারণে পতিত জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। গতকাল খুলনা নগরীর মহেশ্বরপাশা সিএসডি চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করতে হবে। মুজিববর্ষে সরকার দেশে এক কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এ জন্য মেয়র মুজিববর্ষে সবাইকে কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহেশ্বরপাশা সিএসডির ব্যবস্থাপক মকলেচ আল আমিন, ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মো. সাইফুল ইসলাম, নূর ইসলাম বন্দ, আনিছুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর