রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
১৫ কোটি ২ লাখ টাকা বিতরণ

হতদরিদ্রদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন

বাঞ্ছারামপুর প্রতিনিধি

করোনাকালীন হতদরিদ্রদের পাশে দাঁড়াল বসুন্ধরা ফাউন্ডেশন। গত ১৮ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত হতদরিদ্রদের মাঝে ৫০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে নতুন ৬৮ জনকে ৭ হাজার ৫০০ ও পুরনো ৪৪৯ জনের মাঝে ১০ হাজার টাকা করে এই সুদ ও সার্ভিসচার্জমুক্ত ঋণ বিতরণ করা হয়। এই ঋণের টাকা বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলার ১২টি ইউনিয়নের ৮০টি গ্রাম এবং নবীনগরের একটি গ্রামের হতদরিদ্রদের মাঝে এই ঋণ সুবিধা দিতে বসুন্ধরা ফাউন্ডেশন কাজ করছে। পর্যায়ক্রমে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে বাঞ্ছারামপুর, নবীনগর এবং হোমনা উপজেলার সব গ্রামে সুদবিহীন ঋণ বিতরণ করা হবে। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (ট্রেজারার) এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর দিকনির্দেশনা মোতাবেক  এই ঋণ বিতরণ করা হয়। সরেজমিন জানা গেছে, সুবিধাবঞ্চিতরা বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিসচার্জমুক্ত ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন। ফাউন্ডেশন এ পর্যন্ত ১৯ হাজার ১০৬ জনের মাঝে ১৫ কোটি ২ লাখ ৫ হাজার টাকা বিতরণ করেছে।

সর্বশেষ খবর