শিরোনাম
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
পুলিশ সদস্যের ২ লাখ ৮০ হাজার টাকা উধাও

খুলনায় অপরাধীদের টার্গেট ব্যাংক!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ব্যাংক ঘিরে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। ব্যাংকিং লেনদেনের সময় এরা গ্রাহকের ওপর নজর রাখে। পরে সুযোগ বুঝে কেড়ে নেয় সর্বস্ব। গতকাল খুলনার শিববাড়ি মোড়ে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ভিতর থেকে গ্রাহকের ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর বিষয়টি আলোচনায় এসেছে। এর আগে ১২ আগস্ট খুলনা স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে টাকা নিয়ে প্রাইভেটকারে যাওয়ার পথে চিংড়ি ব্যবসায়ীর ১৩ লাখ টাকা ছিনতাই হয়। অভিযোগ রয়েছে, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ছিনতাইকারীরা প্রাইভেটকারের পিছু  নেয়। ছিনতাই হওয়া ওই টাকাও উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, খুলনা নগরীর শিববাড়ি, ফেরিঘাট, পিকচার প্যালেস মোড় এলাকায় সরকারি-বেসরকারি ব্যাংকের অসংখ্য শাখা রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি না থাকায় লেনদেনের সময় অপরাধী বা তাদের লোকজন ব্যাংকের ভিতরে অবস্থান নেয়। গ্রাহককে লেনদেনে সহায়তার নামে কিংবা চলাচলের পথে তারা সুযোগ বুঝে টাকা ছিনিয়ে নেয়। ব্যাংক কর্মকর্তারা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিববাড়ি ডাচ-বাংলা ব্যাংকে ধীরেন চন্দ্র দেবনাথ নামের একজন পুলিশ সদস্য দুই লাখ ৮০ হাজার টাকা জমা দিতে এসেছিলেন। তিনি ব্যাংকে টেবিলের পাশের চেয়ারে টাকার ব্যাগ রেখে জমা স্লিপ পূরণ করছিলেন। হঠাৎ দেখেন তার টাকা ভর্তি ব্যাগটি নেই। সঙ্গে সঙ্গে চিৎকার দিলে ব্যাংকের দারোয়ান গেট বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে টাকার ব্যাগ নিয়ে প্রতারক চক্রটি সরে পড়েছে। সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক খালিদ উদ্দিন জানান, ব্যাংকের সিসি ফুটেজ দেখে প্রতারক সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী পরে আরেকজনকে আটক করা হয়। কিন্তু টাকা উদ্ধার করা যায়নি। এদিকে ব্যাংকিং নিরাপত্তায় শহরজুড়ে সিসি ক্যামেরা ও ব্যাংক এলাকায় বিশেষ নিরাপত্তার দাবি জানিয়েছেন গ্রাহকরা। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর