সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
পাবনা ৪ আসনে উপনির্বাচন

প্রচারণায় কোনো পক্ষই মানছে না স্বাস্থ্যবিধি

পাবনা প্রতিনিধি

পাবনা ৪ সংসদীয় আসনের উপনির্বাচনে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। কোনো পক্ষই মানছে না কোনো রকম বিধি। করোনা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণায় মিছিল, জনসভা ও সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। গত ১৪ সেপ্টেম্বর আওয়ামীলীগ প্রার্থী নুরুজ্জামান বিশ^াসের সমর্থনে আটঘড়িয়ায় লক্ষীপুরে আয়োজিত ‘পথসভায়’ গিয়ে দেখা গেছে, সেখানে ঘটেছে অন্তত পাঁচ হাজার মানুষের জমায়েত। বড় বড় মিছিল নিয়ে আশপাশের গ্রাম থেকে আসা মানুষেরা সামাজিক দূরত্ব দূরের কথা- কেউ-ই মাস্কও পরেননি। এভাবেই গত এক সপ্তাহে ঈশ^রদী ও আটঘরিয়ায় কমপক্ষে দশটি সমাবেশ করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এদিকে নিয়ম ভাঙার প্রতিযোগিতায় পিছিয়ে নেই প্রতিদ্বন্দ্বী বিএনপিও। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে দলীয় প্রার্থীর সমর্থনে চলছে মিছিল, জনসভা। দলীয় প্রার্থীর সমর্থনে গত ১১ সেপ্টেম্বর ঈশ^রদীর সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভা করে বিএনপি। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। এরপর মুলাডুলি, আটঘরিয়ার মাঝপাড়াসহ বিভিন্ন গ্রামে কমপক্ষে ১০টি বড় বড় সমাবেশ ও প্রতিনিধি সভা করেছেন বিএনপি  নেতারা। এসব সমাবেশে মাস্ক পরিধান ছাড়াই বড় বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। প্রশাসন সব দেখেও ছিল নির্বিকার। এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পাবনা ৪ উপনির্বাচনের রিটার্নিং আফিসার আবদুল লতিফ শেখ বলেন, নির্বাচনী আচরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে অনুরোধ জানানো হয়েছে। আমরা ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। শর্ত ভঙ্গ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর