সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অনলাইনে ৩৬ টাকা কেজি দরে পাওয়া যাবে টিসিবির পিঁয়াজ

অনলাইনে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

সরকারি বিপণন সংস্থা টিসিবির পিঁয়াজ এখন ঘরে বসে অনলাইনে অর্ডার দিলেও পাওয়া যাবে। এই পিঁয়াজের দাম পড়বে প্রতি কেজি ৩৬ টাকা। একজন গ্রাহক প্রতিবার ৩ কেজি পিঁয়াজের অর্ডার দিতে পারবেন। গতকাল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে টিসিবির পিঁয়াজ অনলাইনে (ঘরে বসে স্বস্তির পিঁয়াজ) বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, টিসিবির ট্রাকের সংখ্যা কম। আবার অনেকে সময়ের অভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে পারেন না। এ কারণে ই-কমার্স প্রতিষ্ঠানকে যুক্ত করে অনলাইনে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ই-কমার্সের মাধ্যমে পিঁয়াজ বিক্রির ধারণাটি নতুন এক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। সরকারিভাবে আমদানি বাড়ানো ছাড়াও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে পিঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ৫টি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৬ টাকা মূল্যে ৩ কেজি করে পিঁয়াজ বিক্রি করা হবে। প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা ও চট্টগ্রামে এ পিঁয়াজ বিক্রি শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম ও অতিরিক্ত সচিব (আমদানি) হাফিজুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর