মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এবার টেনশন শীত মৌসুম নিয়ে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

এবার টেনশন শীত মৌসুম নিয়ে

করোনাভাইরাস নিয়ে এখন দেশের নতুন টেনশন আসন্ন শীত মৌসুম। শীত মৌসুমে করোনাভাইরাস কীভাবে নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করা যাবে, এ নিয়ে নানামাত্রিক দুশ্চিন্তায় আছে স্বাস্থ্য বিভাগ। গত এক মাস ধরে করোনা সংক্রমণের হার কিছুটা কমার পর এখন শীত মৌসুমই বড় শঙ্কা তৈরি করেছে। শীতকালে করোনার পরিস্থিতির আরও অবনতি হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার বলেছিলেন, ‘শীতকাল আসন্ন। কোনো কোনো ক্ষেত্রে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। আমাদের এই মুহূর্ত থেকেই তা মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে হবে।’ তার উপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘আসছে শীতে করোনাভাইরাস মহামারী আরও মারাত্মক রূপ নিতে পারে।’ বিশেষজ্ঞদের আশঙ্কা, ঋতু পরিবর্তনের সময় করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাবে। প্রথম দফায় সংক্রমণ যত ব্যাপক ছিল, দ্বিতীয় দফায় তা আরও  মারাত্মক আকার ধারণ করতে পারে। ফলে শীতকালে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, গত বছর ডিসেম্বর মাস শীতকালেই করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। তখন বিশ্বের শীতপ্রধান দেশগুলোয় তা দ্রুত ছড়িয়ে পড়েছিল। এ কারণে আগামী শীতকালেও সারা বিশ্বে রোগটির প্রাদুর্ভাব আবারও বেড়ে যেতে পারে। কারণ যে তাপমাত্রায় এই ভাইরাসটি বাড়ে, সহজে সংক্রমণ করে এবং নিজেকে দ্রুত বিস্তার ঘটাতে পারে, শীতকাল সেটার জন্য আদর্শ মৌসুম। অন্যদিকে, করোনাভাইরাসের জীবাণুর ক্ষেত্রে যে নিউক্লিয় এনভেলাপ থাকে, অর্থাৎ ভাইরাসের বাইরে যে আবরণ থাকে, যেটি জীবাণুর জেনেটিক কণাগুলোকে ঘিরে রাখে। ‘লিপিড মেমব্রেন’ নামের আবরণটি তৈলাক্ত ধরনের।

শীতকালীন পরিবেশে সেটা অনেকক্ষণ টিকে থাকতে পারে। ফলে ধারণা করা হচ্ছে শীতকালে এ ভাইরাসের বিস্তার হতে পারে।   চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আবদুর রব বলেন, ‘শীত মৌসুমে বাতাসে আর্দ্রতা কম থাকে। ফলে হাঁচি-কাশি দেওয়া হলে বাতাসে জীবাণুর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো অনেকক্ষণ ধরে ভেসে থাকে। কিন্তু গরমের সময় সেটা দ্রুত ধ্বংস হয়ে গেলেও শীতের সময় অনেকক্ষণ ধরে বাতাসে থাকে। ফলে মানুষের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই করোনার জন্য শীত মৌসুম ঝুঁকিপূর্ণ।’  জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী বলেন, ‘এখনো করোনাভাইরাসের প্রতিষেধক টিকা বাজারে আসেনি। চলছে পরীক্ষামূলক চেষ্টা। তাই এ ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব রক্ষা করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর