শিরোনাম
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ত্রুটিপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতি বিক্রি সাড়ে তিন লাখ টাকা জরিমানা

জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মানহীন-ত্রুটিপূর্ণ চিকিৎসা উপকরণ ও সার্জিক্যাল যন্ত্রপাতি বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা ও ঔষধ প্রশাসনের অভিযানে এই জরিমানা করা হয়। এ সময় মানহীন ও ত্রুটিপূর্ণ থার্মাল স্ক্যানার, পালস অক্সিমিটার, স্ফিগমনিটার, ডায়াবেটিক টেস্ট মেশিন, সার্জিক্যাল মাস্ক, স্যানিটাইজার, সুরক্ষাসামগ্রী বিক্রি ও ঔষধ প্রশাসন অধিদফতরের লাইসেন্স না থাকায় পাঁচলাইশ থানার মুন্নি প্লাজার রওশন এন্টারপ্রাইজকে ২ লাখ, কোতোয়ালির আন্দরকিল্লার তাজ  এন্টারপ্রাইজকে এক লাখ, এবি সার্জিক্যালকে ৫০ হাজার ও একুশে সার্জিক্যালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া তাজ সার্জিক্যাল বিস্ফোরক অধিদফতরের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় সাত দিনের মধ্যে এগুলো সরিয়ে নেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘করোনা মহামারীতে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষের জীবন নিয়ে খেলছে। আমরা পরীক্ষা করে দেখি যন্ত্রগুলো একই ব্যক্তির শরীরের অক্সিজেন মাত্রা, ব্লাড প্রেসার, পালস ও ডায়াবেটিকের ভিন্ন মাত্রা দিচ্ছে। এতে বোঝা যায় এগুলো নকল।’ তিনি বলেন, ‘তাজ সার্জিক্যাল বিস্ফোরক লাইসেন্স ছাড়া আবাসিক এলাকায় দাহ্য পদার্থ ও বিভিন্ন কেমিক্যাল রাখে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাত দিনের মধ্যে এগুলো সরিয়ে নিতে মুচলেকা নেওয়া হয়।’ ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, ‘করোনায় ব্যবহৃত পালস অক্সিমিটারসহ থার্মাল স্ক্যানার ঠিক না থাকায় জনস্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। ভুল রিডিংয়ের কারণে মানুষের রোগ নির্ণয় যথাযথভাবে হচ্ছে না। ফলে ভুল চিকিৎসা নিয়ে মানুষ মৃত্যুমুখে পতিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর