মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পুঁজিবাজারে ওয়ালটনের শেয়ার লেনদেন কাল শুরু

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত হলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল থেকে দেশের দুই পুঁজিবাজারে ওয়ালটন হাই-টেকের শেয়ার লেনদেন শুরু হচ্ছে।

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করেছে। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ওয়ালটন হাই-টেকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভি ২৪৩.১৬ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা বা ইপিএস ৪৫.৮৭ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে ইপিএস অর্জিত হয়েছে ২৮.৪২ টাকা।

এর আগে গত ২ থেকে ৫ মার্চ পর্যন্ত ওয়ালটনের নিলাম (বিডিং) শেষ হয়। দেশে সর্বপ্রথম ডাচ পদ্ধতিতে বিডিংয়ের মাধ্যমে কোম্পানির শেয়ারের কাট-অব প্রাইস নির্ধারণ করা হয় ৩১৫ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর