বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩৪

আদালতে বিদ্যুৎ মিস্ত্রির স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩৪

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন তল্লা এলাকার স্বপন মিয়ার ছেলে সিফাত (১৮) ও এমদাদুল হকের ছেলে শেখ ফরিদ (২১)। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে। গতকাল সকালে সিফাত ও শনিবার  দুপুরে শেখ ফরিদ মারা যান। বর্তমানে বার্ন ইউনিটে আরও দুজনের অবস্থা সংকটাপন্ন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন। আদালতে বৈদ্যুতিক মিস্ত্রির স্বীকারোক্তিমূলক জবানবন্দি : মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলম তার এই জবানবন্দি লিপিবদ্ধ করেন। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, মসজিদে বিদ্যুতের অবৈধ সংযোগ স্পার্ক করে জমাট বেঁধে থাকা গ্যাসের মিশ্রণ থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটেছিল। বিদ্যুতের অবৈধ সংযোগ প্রদানের কাজটি করেছিল এই মোবারক হোসেন। আদালতে দেওয়া জবানবন্দিতে সে তার দোষ স্বীকার করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর