বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দুর্নীতিতে নিমজ্জিত স্বাস্থ্য অধিদফতর নিজেদের বাঁচাতে ব্যস্ত : মেনন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, ‘দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত স্বাস্থ্য অধিদফতর এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ও প্রথম থেকেই এ ব্যাপারে চরম অসংবেদনশীলতা, উদাসীনতা ও অদক্ষতার পরিচয় দিয়েছে। এর ফলে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কেই জনমনে অনাস্থা সৃষ্টি হয়েছে।’ ওয়ার্কার্স পার্টির দুদিনব্যাপী পলিটব্যুরোর ভার্চুয়াল বৈঠকের প্রথম দিন গতকাল গৃহীত প্রস্তাবাবলীতে এসব কথা বলা হয়। প্রস্তাবে করোনা সংক্রমণ রোধের ব্যবস্থাকে ধরে স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক পুনর্গঠন ও দুর্নীতি রোধ করতে কান না টেনে মাথা টানার কথা বলা হয়। পলিটব্যুরোর সভার শুরুতে দেশের সামগ্রিক পরিস্থিতির উপর রিপোর্ট দেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

আলোচনায় অংশ নেন পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, হাজী বশিরুল আলম, জ্যোতি শংকর ঝন্টু, অধ্যাপক নজরুল হক নীলু, আলী আহমেদ এনামুল হক এমরান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর