বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা পর্যায়ে ব্যাপক রদবদল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা পুলিশের কর্মকর্তা পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে। গত সপ্তাহে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের বদলির পর এবার জেলার আরও সাত পুলিশ কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। গত সোমবার পুলিশ সদর দফতর থেকে দেওয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে পুলিশের এই ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে বদলি করে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে বদলির পর তার স্থলে ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামানকে বদলি করা হয়। সর্বশেষ বদলিকৃত সাত কর্মকর্তার মধ্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার, কক্সবাজার সদর সার্কেলের এএসপি মো. আদিবুল ইসলামকে মুন্সীগঞ্জ সদরে এএসপি, কক্সবাজার সদরের এএসপি রেজওয়ান আহমেদকে গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার, কক্সবাজারের মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাস গুপ্তকে চট্টগ্রামের নবম এপিবিএন’র সহকারী পুলিশ সুপার, কক্সবাজার ট্রাফিকের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম পুলিশের আরআরএফে সহকারী পুলিশ সুপার, কক্সবাজারে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজি মো. মতিউল ইসলামকে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার ও কক্সবাজারের ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহীদুল ইসলামকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার দেওয়া প্রজ্ঞাপনে বদলি ও পদায়নকৃত বাকি সাত কর্মকর্তার মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের এএসপি মো. রফিকুল ইসলামকে কক্সবাজারের এএসপি, হেডকোয়ার্টার্সের এএসপি মামুন আল ইসলামকে কক্সবাজার সদর সার্কেলের এএসপি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পংকজ বড়ুয়াকে কক্সবাজার সদরে এএসপি, সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলামকে মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলমকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ও খাগড়াছড়ির ডিএসবির সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজকে কক্সবাজার ডিএসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর