বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ভুয়া পরিচয়ে শিক্ষকদের সঙ্গে প্রতারণা সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে অতিরিক্ত সুবিধা নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে একটি চক্র। আইন অনুযায়ী এককালীন কল্যাণসুবিধা পাওয়ার পর পুনরায় অতিরিক্ত সুবিধা পাওয়ার সুযোগ নেই। ট্রাস্টের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়- ০১৮৬৬৫৪৯২৭১, ০১৯৫১৪৮২৩৫৫, ০১৪০৬১৮৯৭৬৮, ০১৪০৮০৪৬৬৩৬, ০১৮৭১৮১৩১০৯, ০১৩০১১২৬৮৮৯, ০১৯৯৭৩৭৫৭৫৬ ও ০১৮৭১৮১৩১০৯ মোবাইল নম্বর থেকে আনোয়ারুল কবির (উপসচিব কল্যাণ ট্রাস্ট), পরিমল বাবু, বিকাশ দাস, সিরাজ চৌধুরী (কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা) পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে প্রতারক চক্র যোগাযোগ করছে। অথচ এসব নামে কল্যাণ ট্রাস্টে কোনো কর্মকর্তা নেই। এসব প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। 

হয়ে কোনোরকম আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ। এ ছাড়া যে কোনো প্রয়োজনে কল্যাণ ট্রাস্ট অফিস কর্তৃপক্ষের সঙ্গে (০২-৯৬৬৮০১৫, ০২-৯৬১৩৬০৩ নম্বরে) যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষক-কর্মচারীদের এমন অভিযোগের ভিত্তিতে লালবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (নম্বর ১৪৬২; ৩০ সেপ্টেম্বর, ২০১৯)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর