বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
রাজশাহী শিক্ষাবোর্ড

সাবেক চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের তিন মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ ও সাবেক সচিব ড. আনারুল হক প্রামাণিকসহ ১৪ জন কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের নামে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিক্ষাবোর্ডের বিভিন্ন কাজ না করেই সরকারি প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাগুলো করা হয়েছে। দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয় গত মঙ্গলবার। তিনটি মামলারই বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। মামলার অন্য আসামিরা হলেন- বোর্ডের উপসচিব (ভান্ডার) সেলিনা পারভীন, নেসার উদ্দিন আহম্মেদ, উপবিদ্যালয় পরিদর্শক মানিক চন্দ্র সেন, সহকারী প্রোগ্রামার ফরমান আলী, নিরাপত্তা কর্মকর্তা গোলাম ছরওয়ার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক, ইমাম আবুল হাশেম মো. রহমতুল্লাহ, ডাটা এন্ট্রি-কন্ট্রোল অপারেটর আজহার আলী, ঠিকাদার শওকত আলী, ইসরাফিল হোসেন, রওশন রেজভী আলম ও রিপন রায় কুশ।

 মামলার বিষয়ে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নিয়ম মেনে কাজ করা হয়েছে। কোনো অনিয়ম করা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর