বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিক্রিয়ায় অসুস্থ বেনাপোলের কয়েক হাজার মানুষ

সীমান্তে ভারতীয় টার্মিনালে অ্যাসিড মজুদ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে অ্যাসিড ও ভারী পণ্য মজুদ করায় বন্দরের আশপাশে বসবাসরত কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তারা অ্যাসিডের বিক্রিয়ায় বাড়িঘর ধসে পড়ার আশঙ্কাও করছেন। জানা গেছে, অ্যাসিডের বিক্রিয়ায় স্থানীয় বাসিন্দা শেলী, মাবিয়া খাতুন, মমতাজ বেগম, আফজাল হোসেন, বদরুল আলমসহ বহু মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ছেন। এ বিষয়ে বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালের গা ঘেঁষে বাসিন্দা বদরুল আলম ও আবদুল জব্বার জানান, বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক রাখার কথা থাকলেও সেখানে  নিয়ম বহির্ভূতভাবে রাখা হচ্ছে আমদানিকৃত অ্যাসিড ও ভারী লৌহজাতীয় দ্রব্য। সেখানে ভারতীয় ট্রাক ড্রাইভারদের জন্য নির্মাণ করা হয়েছে বাথরুম। তা সত্ত্বেও তারা ড্রেনের মধ্যে পায়খানা ও প্রস্রাব করছেন। ফলে বৃষ্টি নামলে অ্যাসিডের সঙ্গে মল-মূত্র এসে বাড়িঘরে ঢুকে পড়ছে। অভিযোগকারীরা জানান, ট্রাক টার্মিনালে পণ্য রাখায় রাত-দিন চব্বিশ ঘণ্টা ভারী পণ্যসহ অ্যাসিড জাতীয় পণ্য লোড আনলোড করা হচ্ছে। রাতে বিকট শব্দে বন্দরের পার্শ্ববর্তী লোকজনকে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। বিশেষ করে ৪০/৫০ টনের আমদানিকৃত সিআর কয়েল ও বোল্ডার পাথর আনলোডের সময় বিকট শব্দে ভূকম্পন দেখা দিচ্ছে। ফলে বৃদ্ধ, রোগী ও শিশুরা আতঙ্কে রাত কাটাচ্ছেন। অনেক সময় ট্রার্মিনালের অভ্যন্তরেই অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। তখন এলাকাবাসীকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হচ্ছে। এ অবস্থায় অভিযোগ জানিয়েও ফল হয়নি। ফলে কয়েক শ পরিবার মানবেতর জীবনযাপন করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর