বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল আন্দোলন নিয়ে উত্তেজনা

১৪৪ ধারা জারি, সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে পুনরায় চালু এবং দুর্নীতি ও লুটপাট বন্ধসহ ১৪ দফা দাবিতে সম্মিলিত নাগরিক পরিষদের কর্মসূচি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজার এলাকায় সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ ভৈরব নদে সেতু নির্মাণে দরপত্র আহ্বান করায় আলাদা আনন্দ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। খুলনা সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই খুদা বলেন, আগেই সেনহাটির শিবমন্দির মাঠে সমাবেশের তারিখ ও সময় নির্ধারিত ছিল; হঠাৎ সেখানে পাল্টা সমাবেশ ডেকে উত্তেজনা তৈরি করা হয়েছে।

জানা যায়, গতকাল বিকালে সম্মিলিত নাগরিক পরিষদের নেতা-কর্মীরা সেনহাটিতে গেলে পুলিশ বাধা দেয়। তারা বলেন, ধারাবাহিক আন্দোলন কর্মসূচি বাধাগ্রস্ত করতে এ ধরনের পাল্টা সমাবেশ ডাকা হয়েছে।

সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বলেন, আগে তারা ওই সমাবেশের কথা জানতেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর