বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হাই কোর্টে সংগ্রাম সম্পাদকের জামিন

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে এক বছরের জামিন দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. এমদাদুল হক ও মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবুল আসাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকর মাহবুব হোসেন ও মোহাম্মদ শিশির মনির। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ- কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে গত বছরের ১২ ডিসেম্বর সংগ্রামের প্রতিবেদনে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

১৩ ডিসেম্বর বিকালে সংগ্রাম কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। পরে আদালতে হাজিরের পর তাকে তিন দিনের রিমান্ড দেয় আদালত। ১৮ ডিসেম্বর রিমান্ড শেষে আবুল আসাদকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর