বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সুইমিং পুল ভেঙে বহুতল ভবন তৈরির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবন সংলগ্ন পরিত্যক্ত সুইমিং পুলটি ভেঙে ২৫-৩০ তলাবিশিষ্ট ভবন তৈরির সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এর আগে কমিটিকে জানানো হয়, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকার গত ১১ বছরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ২২ লাখ ৯ হাজার ৯১০ বেকারকে প্রশিক্ষণ দিয়েছে। যার মধ্যে ২২ লাখ ৭ হাজার ৫৭৫ জনের অস্থায়ী কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া এ কর্মসূচি বাস্তবায়নে গত ১১ বছরে সরকারের ৩১৮০ কোটি ৮২ লাখ টাকা ব্যয় হয়। চলতি অর্থবছরে এ কর্মসূচিতে ৫৭৬ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮ম বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আবদুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং এবং এ এম নাঈমুর রহমান বৈঠকে অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য পুরুষ ও একজন মহিলা কোচ নিয়োগ, প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক মানের স্থায়ী জায়গা ও মাঠের ব্যবস্থা করতে অর্থ বরাদ্দ বাড়ানোর সুপারিশ করে কমিটি। যুব উন্নয়ন অধিদফতরের ন্যাশনাল সার্বিক প্রকল্পের বর্তমান অবস্থা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিকেএসপির মহাপরিচালক, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর