শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গুলশানে রেস্টুরেন্টের আড়ালে মদ, বিয়ার, সিসা বিক্রি

ম্যানেজারসহ দুজনকে আটক

নিজস্ব প্রতিবেদক

শুধু রেস্টুরেন্ট হিসেবে পরিচিত হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে উঠে আসে অন্য গল্প। রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বিদেশি মদ, বিয়ার ও সিসা বিক্রির প্রমাণ পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বুধবার রাতে রাজধানীর গুলশানে হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও সিসা জব্দ করেছে। এ ঘটনায় রেস্টুরেন্টের ম্যানেজারসহ দুজনকে আটক করা হয়। গতকাল এ দুজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, এই অভিযানে ৮১০ ক্যান বিয়ার, ২০৩ বোতল বিদেশি মদ এবং ২ কেজি সিসা জব্দ করেছেন তারা। রেস্টুরেন্টের অনুমতি থাকলেও বারের জন্য কোনো অনুমতি নেয়নি প্রতিষ্ঠানটি। জব্দ করা মদের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া হয়নি কোনো ছাড়পত্র।

সংস্থাটির সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, আমরা দুজনকে আটক করেছি। মনির নামে একজন এখানকার ম্যানেজার। নাহিদ সরওয়ার নামে আরেকজন অ্যাকাউন্টস অফিসার। যারা সরাসরি এর সঙ্গে জড়িত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর