শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ইবিতে নিয়োগবাণিজ্য

অভিযোগকারীকে দুদকে তলব

কুষ্টিয়া প্রতিনিধি

শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগকারীকে তলব করা হয়েছে। আগামী রবিবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগকারী মো. আরিফ হাসান খান নাহিদকে তার বক্তব্য পেশ করতে বলা হয়েছে। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আবদুল মাজেদ স্বাক্ষরিত চিঠিতে তাকে বলা হয়েছে, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. মো. মাহবুবর রহমান, সহযোগী অধ্যাপক রুহুল আমীন ও সহকারী অধ্যাপক এস এম আবদুুর রহিমের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বাদীর বক্তব্য গ্রহণ ও শ্রবণ করা একান্ত প্রয়োজন।

অভিযোগ বিষয়ে অনুসন্ধানপূর্বক অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য মো. আবদুল মাজেদকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।’

এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. মো. মাহবুবর রহমান, সহযোগী অধ্যাপক রুহুল আমীন ও সহকারী অধ্যাপক এস এম আবদুর রহিমের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেন আরিফ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর